প্রশাসনকে অভয় দিলেন খালেদা

আপডেট: ২০১৬-০১-০৫ ১৭:৩৭:৪৭


Khaleda 2পুলিশ ও প্রশাসন ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের অভয় দিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রশাসনের কর্মকর্তাদের ভয় দেখায় যে, বিএনপি ক্ষমতায় আসলে তাদের চাকরি চলে যাবে। আমি অভয় দিচ্ছি, তাদের চাকরি যাবে না। বিএনপি রাজনৈতিক বিবেচনায় অতীতে কখনো এ কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘বর্তমান সরকার আপনাদেরকে অপব্যবহার করছে। ভয়-ভীতি দেখিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে বাধ্য করছে। কিন্তু আপনাদের কোনো ভয় নেই। সরকার যাবে-আসবে, কিন্তু আপনারা থাকবেন। তাই ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করুন। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দক্ষতা, যোগ্যতা বিবেচনা করে প্রমোশন দেয়া হবে। প্রমোশনের ক্ষেত্রে দল দেখা হবে না।’

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভা মঞ্চে উপস্থিত রয়েছেন- দলের ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম প্রমুখ।

সানবিডি/ঢাকা/এসএস