সাবেক অজি স্পিনার লিন্ডসে ক্লাইন আর নেই
আপডেট: ২০১৫-১০-০২ ১৮:৩১:৪২

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক বাঁ-হাতি স্পিনার লিন্ডসে ক্লাইন শুক্রবার ৮১ বছর বয়সে মারা গেছেন। ১৯৬০ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দলের মধ্যকার ড্র হওয়া একটি আলোচিত টেস্ট ম্যাচের শেষ বল মোকাবেলা করেছিলেন তিনি।
১৯৫৭ সালে শুরু হয়ে ১৯৬১ সালে শেষ হওয়া ক্যারিয়ারে তিনি ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৪টি উইকেট শিকার করেছেন। তিনি টেস্ট ক্রিকেটে চতুর্থ অস্ট্রেলীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। ১৯৬০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্য তিনি খুব আলোচিত ছিলেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাউদারল্যান্ড বলেছেন, তিনি একজন চমৎকার মানুষ ছিলেন। তাকে আমরা খুব মিস করব। তিনি তার ক্যারিয়ারে অসাধারণ কিছু মুহূর্তের জন্য বেশ আলোচিত।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












