

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গণতন্ত্র রক্ষা করার জন্য মানুষ পুড়িয়ে মারার দরকার নেই, দেশের সম্পদ নষ্ট করার দরকার নেই। আসুন আমরা সবাই মিলে সুষ্ঠু রাজনীতির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাই।
মঙ্গলবার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের লক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশে গণতন্ত্র আছে কিনা- এমন শঙ্কায় পড়েছিল দেশ। ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সেই শঙ্কা দূর হয়। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রের বিজয় এনে দিয়েছেন।’