

বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে গৌরব করার মতো ইতিহাস। বাংলাদেশ সৃষ্টির পিছনে এ সংগঠনের যে অবদান রয়েছে তা নিঃসন্দেহে অহংকার করার মতো। ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ যে কর্মসূচি পালন করছে তা অবশ্যই প্রসংশনীয়। আমি চাই আমার শিক্ষার্থীরা এই সংগঠনকে পবিত্র রেখে জাতিকে আরও ভালো কাজ উপহার দিক।’
শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডুগোপী দাস।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কাজী কামাল উদ্দিন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রশিদুল ইসলাম শেখ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল আল আমীন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি এন এম রবিউল আওয়াল চৌধুরী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ সিদ্দিকুর রহমান, শাখা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) রূপম দেবনাথ, সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীসহ অন্যান্য নেতাকর্মীরা।
ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলো বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ‘বন্ধু’।
উল্লেখ্য, ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সানবিডি/ঢাকা/রাআ