খেলোয়ারদেরও হচ্ছে বিমা, ক্ষতি পূরণ দেড় লাখ টাকা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৫ ১৭:২৮:০৫

সরকার দেশের ফুটবল, ক্রিকেট কিংবা হকিসহ ক্রীড়াবিদের তালিকায় থাকা যেকোনো খেলোয়াড়ের জীবনের ঝুঁকির নিরাপত্তায় ১ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণের বিশেষ বিমা করছে । মুজিববর্ষ উপলক্ষে সরকার ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যানস কম্প্রিহেনসিভ ইনস্যুরেন্স’ নামের এই বিমা করার উদ্যোগ নিয়েছে।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বিমা করপোরেশনসহ (এসবিসি) দেশের যেকোনো সাধারণ বিমা কোম্পানিগুলোতে এই বিমা করা যাবে। বিমার মেয়াদ হবে একবছর। এককালীন প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ২৮৫ টাকা। তবে ক্ষতিপূরণের বেলায় ক্যাটাগরি হবে তিনটি।
ক্যাটাগরি তিনটির মধ্যে প্রথম ক্যাটাগরিতে- কোনো খেলোয়াড় দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করলে কিংবা আঘাতে কোনো অঙ্গহানি হলে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা দেওয়া হবে। দ্বিতীয় ক্যাটাগরি হলো- তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতার সুরক্ষা ক্যাটাগরি, এই ক্যাটাগরি ক্ষতিপূরণ পাবেন ৫০ হাজার টাকা। তৃতীয় ক্যাটাগরি হলো- ক্রীড়া সরঞ্জামের দুর্ঘটনাজনিত ক্ষতির সুরক্ষা। এই ক্যাটাগরিতে ক্ষতিপূরণ পাবে ১০ হাজার টাকা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











