বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্ম কুলসুম স্মৃতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে কৃষিতে যুবকদের এগিয়ে আসতে হবে। চাকরির খোঁজে নয়, কর্মসংস্হান সৃষ্টির লক্ষে কাজ করতে হবে।
শুক্রবার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নলডাঙ্গা ইউনিয়নে হামিদা ডাক এন্ড ফিস ফার্ম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
উম্ম কুলসুম স্মৃতি বলেন, দেশের কৃষিকে এগিয়ে নিতে এ খাতকে আরো আধুনিকায়ন করতে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে। বিগত যে কোনো সরকারের তুলনায় কৃষিতে বর্তমান সরকারের অবদান সব রেকর্ড ভেঙে দিয়েছে।
তিনি আরো বলেন, কৃষিরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, সংসদ সদস্যের সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি আনোয়ারুল আজীম হামিদা ডাক এন্ড ফিস ফার্মের ব্যবস্থাপনা পরিচালক এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা এর সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন প্রমুখ।