কুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

প্রকাশ: ২০১৬-০১-০৫ ১৮:৫২:৩০


Comilla University PIC (CoUTA) 05-01-16কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৪র্থ কার্যনির্বাহী কমিটি-২০১৬ দায়িত্বভার গ্রহন করে অনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বেদিতে পুষ্পমল্য অর্পনের মধ্য দিয়ে কমিটি কার্যক্রম শুরু করে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কমিটি। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান মো: আইনুল হক, সাধারণ সম্পাদক ড. কাজী উদ্দিনসহ কমিটির অন্যান্য সদসবৃন্দ। পরে কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।

উল্লেখ্য, গতবছর ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির ৪র্থ কার্যনির্বাহী কমিটি-২০১৬ নির্বাচনে নীলদল সব কয়টি পদে জয় লাভ করে। শীতকালীন অবকাশ শেষে নবনির্বাচিত এ কমিটি দায়িত্বভার গ্রহন করে অনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে।

সানবিডি/ঢাকা/রাআ