ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ২ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর বেড়েছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১১ লাখ ১২ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের বেড়েছে ১৮ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৬৭ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জিবিবি পাওয়ারের ১৬ দশমিক ০৮ শতাংশ, বিকন ফার্মার ১৬ দশমিক ০৬ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৭৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ১১ দশমিক ২৮ শতাংশ, ফাইন ফুডসের ১১ দশমিক ২৪ শতাংশ, লাভেলো আইসক্রীমের ১০ দশমিক ৬২ শতাংশ ও এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১০ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৩৯/৬/৩/২০২১