বাসচাপায় প্রাণ হারালেন বারডেমের সিনিয়র নার্স
আপডেট: ২০১৬-০১-০৫ ১৯:১৪:০৮

রাজধানীর শাহবাগে বাসচাপায় নিহত হয়েছেন বারডেম হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স। তার নাম লিলি গোমেজ (৪৫) । মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক শেরাটন) সামনে এ দুর্ঘটনা ঘটে। লিলি গোমেজ বরিশাল জেলার গৌরনদী থানার পিঙ্গলাকাঠী গ্রামের নগেন্দ্রনাথ রায়ের স্ত্রী।
লিলি গোমেজের ভাতিজা সুমিত গোমেজ জানান, দুপুরে হাসপাতালে দায়িত্ব পালন শেষে পূর্ব রাজাবাজারের বাসায় ফিরছিলেন লিলি গোমেজ। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাস্তা পার হওয়ার সময় ‘বিকল্প অটো’ নামে যাত্রীবাহী বাসের চাপায় পড়ে তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













