ধানের দাম পাওয়ায় বোরো আবাদে কৃষকের আগ্রহ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০৬ ১৫:৩৩:১৪


এ বছর ধানের দাম থাকার কারণেই বোরো আবাদে কৃষকের ‍আগ্রহ বেশী। চলতি মৌসুমে সারাদেশে বোরো রোপণ এখনো শেষ হয়নি। বিভিন্ন এলাকায় কৃষকেরা বীজতলা থেকে ধানের চারা তুলে জমিতে রোপণ করছেন। কেউ কেউ অন্য ফসল উঠিয়ে জমি প্রস্তুতে ব্যস্ত। এখনো এক-দুই সপ্তাহ বোরো রোপণ চলবে এলাকাভেদে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রধান কার্যালয় খামারবাড়ির তথ্যানুযায়ী, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে ৪৮ লাখ ৫২০ হেক্টর জমিতে। ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত ৪৭ লাখ ৬১ হাজার হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, দেশে সম্ভাব্য খাদ্রসঙ্কট মোকাবিলায় কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ এমন ভাবনা নিয়ে কাজ করছে সরকার। এ কারণে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার সহায়তা পাচ্ছে কৃষক। পাশাপাশি চলতি বোরো মৌসুমেও উৎপাদন বৃদ্ধির জন্য বোরো ধানবীজে কেজিপ্রতি ১০ টাকা হারে ভর্তুকি দেয়া হয়েছে।

তবে গত আউশ ও আমন মৌসুমে করোনা মহামারির চরম বিরূপ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি।

‍জানা গেছে, সমাপ্ত হওয়া ‍আমন মৌসুমে এবার ৫৬ লাখ ২৫ হাজার টন আমন ধান উৎপাদন হয়েছে। এ বছর আমন (রোপা ও বোনা আমন) আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫৯ লাখ হেক্টর জমিতে। পাশাপাশি চলতি ২০২০-২১ অর্থবছরে আউশের আবাদ হয়েছে ১৩ লাখ ৪৯ হাজার হেক্টর জমিতে প্রায় ৩৪ লাখ ৫১ হাজার টন। সব মিলিয়ে গত কৃষিবছরের তুলনায় এবার দেশে ১০ লাখ ৫০ হাজার টন ধান কম উৎপাদিত হয়েছে। ফলে বাজারে উদ্বৃত্ত চাল নেই।

সানবিডি/এনজে