সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ২৫১ বারে ১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৪৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য৭৪ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বৃটিশ আমেরিকান ট্যোবাকোর দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ১৮ হাজার ৪৯১ বারে ১৯ লাখ ৪৬ হাজার ২৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৭০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৫৫১ বারে ১ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ৪৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডাচ-বাংলা ব্যাংকের ৬ দশমিক ৩৫ শতাংশ, বার্জার পেইন্টসের ৬ দশমিক ১২ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৬ দশমিক ০৩ শতাংশ, সিটি ব্যাংকের ৫ দশমিক ৪০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫ দশমিক ৩৩ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ দশমিক ০৪ শতাংশ ও ইফাদ অটোসের শেয়ার দর ৫ দশমিক ০৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:০০/৭/৩/২০২১