সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৭ শতাংশ কমেছে। ফান্ডটি ২৪২ বারে ৭ লাখ ৫৪ হাজার ৮৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩০ বারে ১৬ লাখ ৬০ হাজার ৭৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা বিআইএফসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮ বারে ১৩ হাজার ৬০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইএলএফএসএলের ৬ দশমিক ২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬ দশমিক ০৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ দশমিক ৯২ শতাংশ, ইজেনারেশনের ৪ দশমিক ৮২ শতাংশ, শ্যামপুর সুগারের ৪ দশমিক ৩৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪ দশমিক ২৭ শতাংশ ও ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৪ দশমিক ১৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:১৫/৭/৩/২০২১