

স্বপ্নচড়ুই একটি সুবিধা বঞ্চিত পথশিশু বিষয়ক ছোট কাগজ । শহরের পথে প্রন্তরে ছড়িয়ে থাকা অবহেলিত শিশুদের সংগ্রামময় জীবনের মাঝে একটুখানি আনন্দ চিত্র তুলে ধরার প্রয়াস নিয়ে যাত্রা শুরু করছে স্বপ্নচড়ুই। অক্ষরজ্ঞান এবং সৃজনশীল কাজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন) প্রশিক্ষণের মাধ্যমে সমাজের অসহায় এবং অবহেলিত শিশুদের আগ্রহী করে তোলা এবং তাদের স্বপ্নপুরণের মাধ্যমে ভবিষ্যতে দেশের একজন সুনাগরিক হিসেবে তৈরি করাই স্বপ্নচুড়ার মুল লক্ষ্য এবং উদ্দেশ্য।
আর এ উদ্দেশ্যকে সামনে রেখে ছোট্ট শৈশবের আনন্দ আর ইচ্ছে পুরণের জন্য নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে স্বপ্নচড়ুই এর একদল তরুণ। তাদের তৈরি “আমাদের প্রকাশ” নামে প্রকাশনা বিষয়ক সংগঠন এর মুখপত্র হিসেবে প্রকাশ হচ্ছে এ পত্রিকা।
স্বপ্নচড়ুই শুধু মাত্র একটি ম্যাগাজিন নয় এটি তাদের মেধা বিকাশের একটি অন্যতম স্থান। এর মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে সেই সব সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা, পোশাক এবং বিনোদনের কাজে। আজকের এই ক্ষুদ্র প্রয়াস বৃহৎ আকারে এগিয়ে নেবার জন্য প্রতিটি জেলা শহরে আগ্রহী তরুণ তরুণীদের নিয়ে একইভাবে সুবিধা বঞ্চিত সেই সব পথশিশুদের স্বাভাবিক শৈশব ফিরিয়ে দেবার কাজে স্বার্থহীন ভাবে এগিয়ে যাবার কথা জানান পত্রিকাটির প্রকাশক ইস্তিয়াক রনি।
আমাদের প্রকাশ নামে সংগঠনটি সুবিধাবঞ্চিতদের না বলা কথাগুলো সাবলিল ভাবে সমাজের সকল স্তরের লোকদের কাছে পৌছে দিতে বদ্ধ পরিকর। পত্রিকাটির প্রকাশ বিষয়ে সম্পাদক ফিলিয়াপস হোসেন জানিয়েছেন “সংস্কৃতিমনা প্রত্যেক ব্যক্তির মনোবাসনা থাকে তাঁর দ্বারা যেন সবসময় সমাজের কল্যান সাধিত হয়। মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল কৈশোর। আর অপরাধ প্রবণতা এই বয়সেই বেশিভাবে দেখা যায়। তবে বেশিরভাগ অপরাধপ্রবনতা দেখা যায় সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে। তার কারণ হিসেবে অবশ্যই সমাজ বা তার বাহ্যিক পরিবেশ অথবা তার প্রতি অবহেলাকে দায়ী করা যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রেল-স্টেশনে বা পথের ধারে ঘুরে বেড়ানো শিশু বা কিশোরদের কে এই অপরাধ প্রবণ করে তুলছি আমরা না জানতেই । তাদের কাছ থেকে উপযুক্ত পরিবেশ কেড়ে নিয়ে কিংবা মানসিক বা শারিরীক কষ্ট দিয়ে। তাই আমরা স্বপ্নচড়ুই পত্রিকার মাধ্যমে সুষ্ঠু সাহিত্য ও সংস্কৃতির চর্চ্চার মধ্যে তাদের তৈরি করতে চাই দেশ ও জাতির জন্য সক্রিয় নাগরিক।”
ব্যাবস্থাপনা সম্পাদক তানিম মাহমুদ এবং বিপনন ব্যাবস্থাপক মিনহাজুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে স্বপ্নচড়ুই আলোর মুখ দেখছে বলে জানান প্রকাশক। এছাড়াও প্রকাশক ইস্তিয়াক রনি আমাদের প্রকাশ এবং পত্রিকাতে যারা নিরলস ভাবে কাজ করছেন যারা তাদের পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেন নির্বাহী সম্পাদক হাসান তানভীর, সহযোগী সম্পাদক মাশা আল আইরিন, বৃষ্টি হোসাইন, সারা লিমু, সন্দীপ দাশ নিলয়, মালিহা আনতারা রাইদা, আনিকা রহমান এবং ইউসুফ আলি মাহিসহ আরো অনেকের পরিশ্রমের ফল এ পত্রিকা। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান, আজমল হুদা মিঠু এবং সোহান রেজাকে।
সকলের সহযোগিতায় স্বপ্নচড়ুই সামনে এগিয়ে যেতে চায় আমাদের প্রকাশ। এবং সমাজের সকল শ্রেনি পেশার মানুষের দরদি সহযোগিতা পেলে এই পথশিশুরাই একদিন আমাদের এই রক্তভেজা মাতৃভুমির কল্যাণকামী সন্তান হিসেবে আবির্ভুত হবে বলে ধারণা সমাজে উচ্চ স্তরের মানুষদের।
সানবিডি/ঢাকা/রাআ