ইংরেজির জন্য কর্মশালা
আপডেট: ২০১৬-০১-০৫ ২১:০৫:৩২

কেউ লিখতে পারে, বলতে পারে না। কেউ টুকটাক বলতে পারে, কিন্তু ঠিকঠাক লিখতে পারে না। ইংরেজি নিয়ে এমন ‘পরিচিত সমস্যা’ নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির অডিটোরিয়াম সেদিন কানায় কানায় পূর্ণ। শিক্ষার্থীরা সকাল দশটায় জড়ো হয় সঠিকভাবে ইংরেজি শেখার এই কর্মশালায়। কর্মশালাটির পরিচালনা এবং সার্বিক তত্ত্ববধানে ছিলেন প্রভাষক সুবর্না সেলিম। তাকে সহযোগিতা করেন প্রভাষক সাবাবা মনজুর।
দিনব্যাপী এই কর্মশালায় ইংরেজি ভাষার বিভিন্ন নতুন শব্দ ও শব্দের উচ্চারণ, বানান সতর্কতা এবং লেখনীর উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উন্নত ক্যারিয়ার গঠনে ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ এই ধারণা ছড়িয়ে দেয়া হয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে।
কর্মশালায় আসা এক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘কর্মশালায় এসে আমার আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়ে গেছে। এখন মনে হচ্ছে চেষ্টা করলে আমিও ইংরেজিতে কথা বলতে পারব। তাছাড়া এখন থেকে আমি ইংরেজি শব্দের উচ্চারণে সতর্ক হবো। আজ বুঝতে পারলাম, শব্দের উচ্চারণে হেরফের হলে তার অর্থ কীভাবে বদলে যায়।’
কর্মশালার শেষে বিভিন্ন তথ্যভিত্তিক আলোচনা করেন কর্মশালায় আমন্ত্রিত অতিথিরা। সবশেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













