অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলার ধৃষ্টতা দেখায় তাহলে দেশটির রাজধানী তেলআবিব ও হাইফা গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুশিয়ার করেছে তেহরান।
সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে সম্ভাব্য সামরিক হামলার জন্য তেলআবিব পরিকল্পনা করছে বলে ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে রোববার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ওই হুশিয়ারি দেন। খবর তাসনিম নিউজের।
এ ব্যাপারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইলের শাসকগোষ্ঠী সামান্য বাড়াবাড়ি করলে তেলআবিব ও হাইফা শহর গুঁড়িয়ে দেওয়া হবে।
এ সময় জেনারেল হাতামি ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, মাঝে মাঝে তারা ছোটমুখে অনেক বড় বড় কথা বলে ফেলেন। এসব হুমকি-ধমকির মাধ্যমে এটি স্পষ্ট যে, তারা চরম হতাশাগ্রস্ত।
সানবিডি/এনজে