

পর্নো ভিডিও কম-বেশি অনেকেই দেখেন। তবে যারা অতি মাত্রায় পর্ণোর প্রতি আসক্ত তারা আক্রমণাত্মক যৌন আচরণ করেন থাকেন। নতুন এক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত পর্নো আসক্তি মানুষকে ‘যৌন আগ্রাসী’ করে তোলে।
সাতটি দেশের ২২টি গবেষণা পর্যালোচনা করলে দেখা যায়, পর্নোগ্রাফির সঙ্গে নারী-পুরুষের যৌন আগ্রাসী হওয়ার একটা সম্পর্ক আছে। এ ক্ষেত্রে শারীরিক আগ্রাসনের চেয়ে মৌখিক আগ্রাসনটা বেশি হয়।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, গবেষণার ফলাফল দেখে বুঝা যায়, উগ্র বিষয়বস্তু মানুষকে ক্রুদ্ধ করে তোলে।
গবেষকরা এও বলেছেন, যৌন আগ্রাসনের কারণ বলা অনেক জটিল। পর্নোগ্রাফির এমন অনেক দশর্ক আছে যারা যৌন আগ্রাসী নয়।
সানবিডি/ঢাকা/রাআ