প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা। সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, হালকা উপসর্গ দেখা দেওয়ার পর তাদের পরীক্ষা করা হয়। এতে তারা দুজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাশার আল-আসাদ এবং তার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে এবং তাদের পরিস্থিতি স্থিতিশীল। নিজেদের বাড়িতে আইসোলেশনে থাকছেন তারা।
জানা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বয়স ৫৫ বছর এবং তার স্ত্রী ৪৫ বছর বয়সী।
জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মোতাবেক, বাশার আল-আসাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৬৩ জন মারা গেছেন।
অন্যদিকে বাশার আল-আসাদবিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায় ২১ হাজার আক্রান্ত ও চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: বিবিসি