বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন জালাল উদ্দিন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৯ ১৮:৩৫:৩৭

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-২-এর উপ-মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিন বিশ্বাস।
৩ মার্চ এক কর্মচারী নির্দেশে তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদান পূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জালাল উদ্দিন বিশ্বাস ১৯৮৯ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আইন কলেজ হতে এলএলবি ডিগ্রি লাভ করেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













