ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের মেয়ে ফারিহা মিলি।এইচ এস সি পাস করে অনার্স ভর্তির অপেক্ষায় রয়েছেন।নিজের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তিনি এখন একজন সফল উদ্যোক্তা।পবিত্র কুরআন শরীফের কভারে হ্যান্ডপেইন্ট ক্যালিগ্রাফির মাধ্যমে দৃষ্টিনন্দন ডিজাইন তৈরি করেন।ক্যালিগ্রাফি করা এসব কভার বিক্রি করে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন।দেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম ওমেন এন্ড ই কমার্স ফোরাম (উই) এর মাধ্যমে তিনি পণ্যের প্রচার করে থাকেন।
উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জ গ্রহণের বিষয়ে জানতে চাইলে ফারিহা মিলি সানবিডি প্রতিনিধিকে বলেন, ‘ছোট বেলা থেকেই আঁকার প্রতি খুব নেশা ছিলো। তবে গ্রামে পর্যাপ্ত সুযোগ না থাকায় আঁকাটা সেভাবে শেখা হয়ে উঠেনি। মহামারির সময়ে যখন সারাদিন ঘরবন্দী থাকতাম তখন মনে হতো বসে না থেকে কিছু একটা কাজ করি। সেসময় ছোট বেলা আঁকার ইচ্ছাটা আবার নতুন করে জেগে উঠে।শুরু হয় আঁকাআকি। এর মধ্যে যুক্ত হই উই গ্রুপে। এই গ্রুপে যুক্ত হওয়ার পর পোস্টগুলো পড়তে থাকি।এখানে বিভিন্ন ধরণের কাজ করা উদ্যোক্তাদের গল্প পড়ে অনুপ্রেরণা পাই। সিদ্ধান্ত নেই আমি এবার কিছু করবই। শুরুতে নিজের জন্যই কুরআনের একটি কভার বানিয়ে একটা ছবি পোস্ট করি গ্রুপে। তারপর থেকেই ভালো রেসপন্স পেয়েছি আমার বানানো হ্যান্ডপেইন্ট ক্যালিগ্রাফির কুরআন শরীফ কভারের।
তিনি বলেন, আমি উদ্যোক্তা হওয়ার পথে বিশেষভাবে অনুপ্রাণিত হয় উই গ্রুপের প্রতিষ্ঠাতা নাশিমা আক্তার নিসা ও উপদেষ্ঠা রাজীব আহমেদ এর মাধ্যমে।
ফারিহা মিলি বলেন ‘আমার কাজে শুরু থেকেই সমর্থন করেছেন আমার আব্বু এবং ভাইয়া। প্রথম অর্ডারের অগ্রিম পেমেন্ট সেটা দিয়েই শুরু হয় আমার ক্ষুদ্র উদ্যোক্তা জীবন।’ এছাড়া তার স্বামী এই কাজে এগিয়ে যেতে বিশেষভাবে সহায়তা করেছেন।
ফারহানা মিলি জানান, বর্তমানে তিনি লাখ টাকার উপরে পণ্য সেল করেছেন।
তার এই কাজকে এগিয়ে নিতে তিনি ‘মিলি হ্যান্ডিক্রাফ্টস’ নামে একটি অনলাইন পেজ চালু করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,‘ আমার উদ্যোগের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই এবং আমার বিজনেসকে বৃহৎ পরিসরে এগিয়ে নিতে চাই।
সানবিডি/ফাহমিদ জামান