মুদ্রাবাজার ও পুঁজিবাজারের উন্নয়নে আগামী ১৫ মার্চ দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওইদিন বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিএসইসির কার্যালয়ে আসবে। তাদের সঙ্গে বিএসইসির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করবেন।
বৈঠকে পুঁজিবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে উভয় নিয়ন্ত্রক সংস্থা কোন কোন দিক নিয়ে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে সেসব দিক নিয়ে সমন্বয় করে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:০০/১০/৩/২০২১