কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রাধ্যক্ষ ও হাউস টিউটর নিয়োগ
প্রকাশ: ২০১৬-০১-০৬ ১৩:১৬:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে দুই হাউস টিউটর নিয়োগ দেওয়া হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরীকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের প্রাধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।জনাব চৌধুরী সহকারী প্রক্টর পদে অব্যহতি দিয়ে ৫ম প্রাধ্যক্ষ হিসেবে সাবেক ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ জনাব বদরুন্নাহারের স্থলাভিষিক্ত হয়েছেন। ৩ জানুয়ারি আগামী দুই বছরের জন্য নিয়োগ পান জনাব চৌধুরী এবং যোগদান করেন ৪ জানুয়ারি।
একই সাথে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউস টিউটর মুহাম্মদ শামসুজ্জামান মিলকী ও জে এম. আদিব সালমান চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোহাম্মদ জসিম উদ্দিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফয়সাল বিন আবদুল আজিজ। তবে এ হলের হাউস টিউটর পদে বহাল আছেন জিল্লুর রহমান সিদ্দিকী ও মাঈনুল হাছান।
সানবিডি/ঢাকা/ইলাহী/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













