নেপালে অনুষ্ঠিতব্য ত্রিজাতি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের ফুটবল দল এরই মধ্যে ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। সেই ২৪ সদস্যের দলে তিনি রেখেছেন, কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলা জামাল ভুঁইয়াকেও।
এরপরই নেপালের তিনজাতি টুর্নামেন্টে জামাল ভুঁইয়াকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তুমুল শঙ্কা দেখা দিয়েছে। উঠেছে প্রশ্নও। অবশেষে বুধবার (১০ মার্চ ) বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, জামালকে পেতে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছে তারা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজে জানিয়েছেন এ তথ্য।
বাফুফে সভাপতি আজ মিডিয়াকে বলেন, ‘নিয়ম আছে ফিফা উইন্ডোতে ন্যাশনাল টিম কল করলে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। সে নিয়ম মেনেই আমরা আমাদের খেলোয়াড়কে চেয়ে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছি। দেখি তারা কী বলে! জামাল নিজে খেলতে না চাইলে সেটা আবার ভিন্ন বিষয়।’
বাফুফে সেক্রেটারি আবু নাইম সোহাগ জানিয়েছেন, বাফুফের চিঠির জবাব এখনও দেয়নি কলকাতা মোহামেডান। তারা চিঠির জবাবের অপেক্ষায় রয়েছেন। টুর্নামেন্ট চলাকালে আই লিগে কলকাতা মোহামেডানের ২টি ম্যাচ পড়তে পারে। এই দুই ম্যাচের জন্যই মূলতঃ তাকে ছাড়তে হবে কলকাতা মোহামেডানকে।
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু হবে ২১ মার্চ। শেষ হবে ২৯ মার্চ। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ১৩ মার্চ থেকে। জামাল ভুঁইয়াকে কবে পাওয়া যাবে, সেটার ওপর নির্ভর করবে তার দলে যোগ দেয়াটা। বাফুফে জানিয়েছে, জামালকে ছাড়লে তার সঙ্গে যোগাযোগ করে ঠিক করা হবে, সে ঢাকায় আসবে নাকি কলকাতা থেকে নেপালে গিয়ে দলের সঙ্গে যোগ দেবে।