মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরে মাতাল শ্বশুরের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন পুত্রবধূ লিবা খাতুন (২৭)।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। নিহত লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে এস্কেভেটর (খননযন্ত্র) অপারেটর হিসেবে কর্মরত আছেন। লিবার দুই মেয়ে ও এক ছেলে সন্তান আছে।
ওসি ফিরোজ কবির জানান, আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে মো. জুলহাস বৃহস্পতিবার ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতর স্যালো মেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়।
এসময় ঘরে থাকা তার ১০ মাসের সন্তানসম্ভবা পুত্রবধূ লিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত হন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাশ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।