

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনসিসিবি সিকিউরিটিজ অ্যাণ্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৫৬৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, এনসিসিবি সিকিউরিটিজ অ্যাণ্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসাব পৃথকভাবে না রাখা, সমন্বিত গ্রাহক হিসাবের তহবিল ঘাটতি, নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন লোন সুবিধা দেয় সিকিউরিটিজ হাউসটি। কমিশনের রুটিন পরিদর্শনে গঠিত কমিটির দাখিলকৃত রিপোর্টে সিকিউরিটিজ হাউসটির বিরুদ্ধে বিএসইসির নির্দেশনা ও সিকিউরিজি সংক্রান্ত আইন ভঙ্গের প্রমাণ পাওয়ায় হাউসটিকে এ জরিমানা করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো