তৈরি পোশাক মালিক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)'র নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ ফরহাত আনোয়ার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
বুধবার (১০ মার্চ) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন সংগঠনের সভাপতি রুবানা হকের কাছে ।
ড. সৈয়দ ফরহাত আনোয়ার এমন সময় পদত্যাগ করলেন যখন বিজিএমইএর নির্বাচন সন্নিকটে। মাত্র তিন সপ্তাহ পর আগামী ৪ এপ্রিল বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ড. রুবানা হক পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে ৩৫টি পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি ও সাত জন সহ-সভাপতি হবেন।
ওই দিন রাজধানীর র্যাডিসন হোটেলে এবং চট্টগ্রামে বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।