খুলনায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১মার্চ) দুপুরে খুলনা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু ও তুহিন গাজী। এর মধ্যে রাজু মুন্সি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন বাইন সপরিবারে খুলনার শেরে-এ-বাংলা আমতলা রোডের একটি বাড়িতে বসবাস করতেন। তিনি শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ছিলেন।
২০১৭ সালে ১৫ জানুয়ারি দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ওই ঘটনায় পরের দিন নিহতের ছোট ভাই অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।