করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার সুনিল ছেত্রী। যে কারণে আগামী ২৫ মার্চ দুবাইয়ে ওমানের বিপক্ষে হতে যাওয়া ভারতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে পারবেন না ছেত্রী।
বৃহস্পতিবার জানা গেছে ছেত্রী করোনা পজিটিভ হওয়ার খবর। শুধু ওমানের বিপক্ষে ২৫ তারিখের ম্যাচ নয়, একই মাঠে ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হয়তো খেলা হবে না তার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন ছেত্রী। তবে শারীরিক কোনো জটিলতা নেই বলেও সবাই আশ্বস্ত করেছেন ৩৬ বছর বয়সী এ তারকা ফুটবলার।
তিনি লিখেছেন, ‘একটা ভালো নয় এমন খবর হলো, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে ভালো খবরটি হলো, আমি ভালো অনুভব করছি এবং ক্রমেই সেরে উঠছি। শিগগিরই ফুটবল মাঠে ফিরতে পারব। সবাইকে বললো সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।’