অপ্পো মোবাইলে ১১ হাজার টাকা ছাড়

প্রকাশ: ২০১৬-০১-০৬ ১৫:০৪:০২


oppo Mobileঅনেকটা আইফোনের আদলে তৈরি স্মার্টফোনে প্রায় ১১ হাজার টাকা ছাড় দিচ্ছে দেশের বাজারে সম্প্রতি আসা মোবাইল ফোন কোম্পানি অপ্পো। এছাড়া নির্দিষ্ট মডেলের মোবাইল কিনলেই আকর্ষণীয় স্পিকার ফ্রি পাচ্ছেন ক্রেতারা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতাদের এ সুযোগ দিচ্ছে চীনের এ কোম্পানিটি।

মূল্যছাড়, আকর্ষণীয় ডিজাইন, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট, ৩০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরাসহ অনেক ভালো কনফিগারেশন হওয়ায় তরুণরা বেশ আকৃষ্ট হচ্ছেন।

শুধু মেলায় এই ছাড় থাকছে উল্লেখ করে অপ্পোর এক্সিভিশন ম্যানেজার রথীন সরকার বলেন, অপ্পোর আর ৫ মডেলের মোবাইল সেটে ১০ হাজার ৯০০ টাকা ও আর ১ কে মডেলে ৮ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে।

এছাড়া নিও ২ মডেলে ৮ হাজার টাকা, ফাইন্ড সেভেনে ৭ হাজার টাকা, জয় মডেলে ১ হাজার ৪০০ টাকা এবং জয় প্লাস মডেলে ১ হাজার ৭০০ টাকা ছাড় রয়েছে ক্রেতাদের জন্য।

তিনি আরও জানান, অপ্পো ‘আর’ সিরিজের আর সেভেন প্লাস মোবাইলের দাম ৪২ হাজার ৮০০ টাকা। মেলায় কিনলে সঙ্গে গিফট হিসেবে থাকছে একটি আকর্ষণীয় স্পিকার। সম্প্রতি বাজারে আসা নতুন মডেলের আর সেভেন মোবাইলের দাম পড়ছে ২৯ হাজার ৮০০ টাকা। এর সঙ্গেও স্পিকার ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া স্পিকার ফ্রিসহ ২৪ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে আর সেভেন লিট মডেলের মোবাইল।

মিরর ৫ মডেলের সেটটির সঙ্গে থাকছে অপ্পোর আকর্ষণীয় ডায়েরি। ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা ও ২ জিবি র‌্যামের এই সেটটি ছাড় দিয়ে দাম রাখা হচ্ছে সাড়ে ১৯ হাজার টাকা।

মেলায় ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে রথীন সরকার বলেন, মূল্যছাড়, আকর্ষণীয় ডিজাইন, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট, ৩০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরাসহ অনেক ভালো কনফিগারেশন হওয়ায় তরুণরা বেশ আকৃষ্ট হচ্ছেন।oppo1

মেলার স্টলে অপ্পোর আর ৫ মডেলের মোবাইল সেট কিনলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম সরকার। তিনি অর্থসূচককে বলেন, সেটটির অপারেটিং সিস্টেম আইফোনের মতো, কনফিগারেশনও বেশ ভালা। এছাড়া মেলা উপলক্ষে ছাড় থাকায় ফোনটি হাতছাড়া করলাম না।

কিছুদিন আগে দেশের বাজারে এসে এরই মধ্যে স্মার্টফোনের বাজারে বেশ সাড়া জাগিয়েছে অপ্পো। সারাদেশে প্রায় ৭০টি শো রুম রয়েছে কোম্পানিটির। ঢাকায় রয়েছে দুটি সার্ভিসিং সেন্টার।

উল্লেখ, শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে শুরু হওয়া মাসব্যাপী এই মেলা শেষ হবে ৩১ জানুয়ারি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে ২০ টাকা করে।

এ বছর বাণিজ্যমেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি ও ফরেন প্যাভিলিয়ন ৩৮টি। এছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুডস্টল ২৫টি ও রেস্টুরেন্ট ৫টি।

এবারের মেলায় বিশ্বের ২২টি দেশ অংশগ্রহণ করেছে। এর মধ্যে মরিশাস, ঘানা, নেপালসহ সাতটি নতুন দেশ অংশ নিচ্ছে। এ ছাড়া বিগত বছরে অংশগ্রহণ করা দেশগুলোর মধ্যে থাকছে ভারত, পাকিস্তান, চিন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান ও আরব আমিরাত।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, পাটজাত পণ্য, লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার, স্পোর্টস গুডস, স্যানিটারীওয়্যার, খেলনা, স্টেশনারি, ঘড়ি, জুয়েলারি, সিরামিক, টেবিলওয়্যার, দেশীয় বস্ত্র, ক্যাবল, মেলামাইন, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, আসবাবপত্র ও হস্তশিল্প অন্যতম৷

সানবিডি/ঢাকা/এসএস