ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বার্জার পেইন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৩ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৭ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের দর বেড়েছে ১৫ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের বেড়েছে ১৫ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৪ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–লাফার্জাহোলসিমের ১২ দশমিক ৭৪ শতাংশ, সামিট পাওয়ারের ১১ দশমিক ১১ শতংশ, আনলিমা ইয়াং ডাইংয়ের ১০ দশমিক ৮৫ শতাংশ, সেলভো কেমিক্যালের ১০ দশমিক ৪০ শতাংশ, এস এস স্টিলের ১০ দশমিক ১৬ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ১০ শতাংশ ও বিকন ফার্মাসিউটিক্যালসের ৮ দশমিক ৯৫ শতাংশ দাম বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৯:৩০/১২/৩/২০২১