নতুন এলজির চমকপ্রদ যত গুণ
প্রকাশ: ২০১৫-১০-০২ ১৯:২৩:১৮
১. একসঙ্গে দুটি স্ক্রিন: এলজি সূত্রে খবর, নতুন এই ফোনটির প্রধান বিশেষত্ব হল ডুয়াল স্ক্রিন। একটি ৫.৭ ইঞ্চির স্ক্রিন ছাড়াও থাকছে আর একটি ছোটো স্ক্রিন। দ্বিতীয় স্ক্রিনটি একদিকে যেমন নোটিফিকেশন সংক্রান্ত তথ্য দেবে, তেমনই ফোন বন্ধ থাকাকালীন মিলবে সময়, আবহাওয়া, মিসিডকল বা কল ডিটেলস সংক্রান্ত তথ্য। বাকি কাজের জন্য প্রধান স্ক্রিনটি তো থাকছেই।
২. দুটি ফ্রন্ট ক্যামেরা: বিশ্বের প্রথম ফোন হিসাবে সম্ভবত এলজির ভি১০ ফোনেই রয়েছে দুটি ফ্রন্ট ক্যামেরা। দুটিই ৫ মেগাপিক্সেলের। একটি ৮০ ডিগ্রি কোনে ছবি তোলার জন্য এবং অন্যটি দিয়ে ১২০ ডিগ্রি কোনে ছবি উঠবে।
৩. ম্যানুয়াল ভিডিও মোড: ফোনটিতে থাকছে ম্যানুয়াল ভিডিও মোড। সাটার স্পিড তো বটেই সেই সঙ্গে আইএসও, হোয়াইট ব্যালেন্স এবং ফ্রেম রেটও নিজের মতো করে সেট করা যাবে এই ফোনে। ৪. ২ টিবি মাইক্রো এসডি কার্ড: ফোনটিতে থাকছে অতিরিক্ত স্পেস। রয়েছে, ২টিবি মাইক্রো এসডি কার্ডের জায়গা। ফলে অতিরিক্ত অ্যাপ রাখলে ফোন তো হ্যাং করবেই না সঙ্গে মিলবে বাড়তি ছবি, ভিডিও রাখার জায়গা।
সানবিডি/ঢাকা/রাআ