ওপেনার এভিন লুইসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় অ্যান্টিগায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে ২৭৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে এভিন লুইস ও শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পোলার্ডবাহিনী।
১২১ বলে ১০৩ রানের ইনিংস খেলেন লুইস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হোপ করেন ৮৪ রান। নিকোলাস পুরান অপরাজিত থাকেন ৩৫ রানে।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান করে শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলাকা খেলেছেন ৯৬ রানের ইনিংস। এছাড়া দিনেশ চান্দিমাল ৭১ ও হাসারাঙ্গা ৪৭ রান করেন।
ক্যারিবীয়দের পক্ষে ৩টি উইকেট নেন জেসন মোহাম্মদ। এছাড়া আলজারি জোসেফ দখল করেন ২টি উইকেট। ম্যাচসেরা হয়েছেন এভিন লুইস।
সিরিজ জয় নিশ্চিতের সাথে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে ২-০ ব্যবধানে এগিয়েও গেল ওয়েস্ট ইন্ডিজ।
রবিবার (১৪ মার্চ) একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল।