উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শিগগিরই ঘুরে দাঁড়াবে মালয়েশিয়ার পাম ওয়েল উৎপাদন পূর্বাভাস দিয়েছে পাবলিক ইনভেস্টমেন্ট ব্যাংক রিসার্চ (পিআইভিবি রিসার্চ)। খবর দ্য সান ডেইলি।
এ ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, অপরিশোধিত পাম অয়েলের বাজারমূল্যের নিম্নমুখী ধারা যদিও অবাক করেছে, তবু উচ্চফলনের কারণে শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা রাখছি।
গবেষকদের মতে, গত ফেব্রুয়ারিতে এর উৎপাদন এত কমেছে যে গত ১৪ বছরের তুলনায় এর রফতানি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে। ফলে সিপিওর ভবিষ্যৎ সরবরাহ মূল্য হতে যাচ্ছে গগনচুম্বী, যার ভবিষ্যৎ সরবরাহ বাজারমূল্য টনপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৯৭৪ মালেশিয়ান রিঙ্গিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
সানবিডি/এনজে