

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার তালিকায় উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে বস্ত্র খাতের। কোম্পানি ৩টি হচ্ছে- আর এন স্পিনিং মিলস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মর্ডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার আর এন স্পিনিং মিলস লিমিটেড লুজারের শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ১ পয়সা বা ৪ দশমিক ৬০ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২২ টাকা ৮০ পয়সা দরে। এদিন কোম্পানির ৩ লাখ ২৭ হাজার ৭৫৮টি শেয়ার ২৯০ বারে লেনদেন হয়।
বস্ত্র খাতের সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ টাকা বা ৪ দশমিক ৪১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২১ টাকা ৭০ পয়সা দরে। এদিন কোম্পানির ১৯ লাখ ৭৩ হাজার ৫০৯টি শেয়ার ১ হাজার ৬৮৩ বারে লেনদেন হয়।
মর্ডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড ৩ টাকা ২ পয়সা বা ৩ দশমিক ২৬ শতাংশ কমে লুজারের অষ্টম স্থানে রয়েছে। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, জনতা ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়র্ড এবং ফু-ওয়াং সিরামিক।
সানবিডি/ঢাকা/আহো