সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪ হাজার ৭৪ বারে ৬৩ লাখ ৬২ হাজার ৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮৬ বারে ২৮ লাখ ৫ হাজার ৮৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা আইডিএলসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৯ বারে ২ লাখ ৪৪ হাজার ২৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সামিট পাওয়ারের ৬ দশমিক ৬০ শতাংশ, আইপিডিসির ৬ দশমিক ৪৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৬ দশমিক ০৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৬ দশমিক ০২ শতাংশ, লাফার্জহোলসিমের ৫ দশমিক ৭৩ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৫ দশমিক ৬৩ শতাংশ ও ইজেনারেশনের শেয়ার দর ৫ দশমিক ৪৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:২২/১৪/৩/২০২১