

অভিনয়ের বাইরে অভিনেত্রী সুজানা জাফরের আরেকটি জগত আছে। যেখানে নেই ক্যামেরার ঝলকানি। কিংবা লাইট। আছে শুধু মানবতা। মানবতার ডাকেই তিনি সমাজের দুস্থদের পাশে দাঁড়ান। কাজ করেন অটিস্টিক শিশু ও এতিম বাচ্চাদের নিয়ে। গতকাল হাজির হয়েছিলেন মিরপুরের একটি এতিমখানায়। তাদের সঙ্গে কেক কেটেছেন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা ও জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিস্টার হেলেন।
সুজানা জানালেন, ‘শীতে তো সবাই কম্বল কিনে দেয়। কিন্তু এতিমখানার বাচ্চারা তো ফ্লোরে ঘুমায়। তাই তাদের জন্য মোটা কার্পেট কিনে দিয়েছি। যাতে শীত থেকে বাঁচে। আর সবাইকে একই ডিজাইনের সুয়েটার দিয়েছি। সামনে আবার যাবো। এবার ওদের জন্য ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন নিয়ে যাবো।’