নতুন জাতের মাধ্যমে গম উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১৫ ১৭:২৪:৩৭


দেশে ব্লাস্ট রোগপ্রতিরোধী উচ্চফলনশীল গমের নতুন জাতের মাধ্যমে গমের চাষ ও উৎপাদন বহুগুনে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, ‘দেশে দিন দিন গমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাংলাদেশের আবহাওয়া গম চাষের জন্য খুব উপযোগী না হওয়ায়, চাহিদা অনুযায়ী পুরো দেশে উৎপাদন করা সম্ভব হয় না। দেশে আগে গমের অনেকগুলো জাত জনপ্রিয় হয়েছিল, কিন্তু সেগুলো সহজেই ব্লাস্টসহ নানা রোগে আক্রান্ত হতো। নতুন উদ্ভাবিত জাত যেমন বারি গম -৩৩-সহ আরও কয়েকটি জাত ব্লাস্ট রোগপ্রতিরোধী।’

আজ সোমবার (১৫ মার্চ) দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গম ও ভুট্টার চলমান গবেষণা মাঠ পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

নতুন উদ্ভাবিত উচ্চফলনশীল জাতগুলোর সম্ভাবনা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই দিনাজপুরে জাতগুলোর উন্নত বীজ উৎপাদন করে সারাদেশে চাষে ব্যবহৃত হবে। এর ফলে দেশের বিরাট এলাকা গম চাষের আওতায় আসবে ও উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।’

সানবিডি/এনজে