ভূমিকম্পের চাপে পানি হয় সোনা!!

আপডেট: ২০১৬-০১-০৬ ১৯:০৯:০১


earthquake_97632বাংলাদেশসহ পুরো বিশ্ব কাঁপছে ভূমিকম্প ভীতিতে। কয়েক মাস আগে নেপালে হয়ে যাওয়া ভূমিকম্প এবং ৪ জানুয়ারি ভোররাতে ভারতের মনিপুর ও বাংলাদেশে হয়ে যাওয়া ভূমিকম্প ভীতির মাত্রা বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। ২৬ মার্চের আগে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

এত ভীতির মধ্যে অস্ট্রেলিয়ান একদল গবেষক দিলেন অবাক হওয়ার মত বিচিত্র তথ্য। তারা জানান, ভূমিকম্পের ফলে জলরাশি খাঁটি স্বর্ণে রুপান্তরিত হয়। নেট জিও সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়ান ওই গবেষক দল।

এ ব্যাপারে তাদের যুক্তি হলো, ভূমিকম্পের তীব্র কম্পনের ফলে ভাঙা পাথরের মধ্যে তরল ধাতু চাপে ও তাপে স্বর্ণে রূপান্তরিত হয়। গবেষকরা আরও দাবি করেছেন, পৃথিবীর মোট স্বর্ণের ৮০ শতাংশ ভূমিকম্পের ফলে তৈরি হয়। তিন বিলিয়ন বছর আগে ভূমিকম্পে অনেক নদীর পানি পর্বত তৈরির সময় প্রবল চাপে ধাতুতে রূপান্তরিত হয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ