মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ১ বছর বন্ধ থাকার পর অবশেষে আগামী ২৬ মার্চ থেকে আবার চালু হতে যাচ্ছে ঢাকা টু বরিশাল ফ্লাইট।
আজ সোমবার ( ১৫ মার্চ) বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তিনি জানান, এখন থেকে এই রুটে সপ্তাহের ৭ দিন ফ্লাইট পরিচালিত হবে । এর আগে গত বছরের মার্চে এই রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য আমাদের ছোট এয়ারক্রাফটের সংকট ছিল। তবে নতুন করে দুটি এয়ারক্রাফট যুক্ত হওয়ায় এবং যাত্রীদের চাহিদা বিবেচনায় আমরা ফ্লাইটটি চালুর সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি ফ্লাইট স্বাস্থ্য অধিদফতর ও সিভিল এভিয়েশনের গাইডলাইন ও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে।
সানবিডি/এনজে