যুদ্ধ ঠেকাতে প্রস্তুত পুতিনের ইঁদুর বাহিনী !!
আপডেট: ২০১৬-০১-০৬ ১৯:৩০:২২
ব্যতিক্রমধর্মী কাজের জন্য সব সময়ই আলোচনায় থাকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারও তিনি যা করতে যাচ্ছেন সেটাও অবাক করার মতোই। যুদ্ধের ক্ষেত্রে উন্নত বিশ্ব যেখানে নতুন নতুন সমরাস্ত্র ও প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে পুতিন সেখানে যুদ্ধ করবেন ইঁদুর বাহিনী দিয়ে!
ইতিমধ্যেই যুদ্ধে কাজে লাগানোর জন্য ইঁদুরগুলোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে। তাদের মস্তিকে বসানো হচ্ছে চিপ। এই চিপের মাধ্যমেই বোঝা যাবে, কোথায় যাচ্ছে ইঁদুরগুলো। প্রশিক্ষণপ্রাপ্ত ইঁদুরগুলো তাদের ঘ্রাণশক্তির মাধ্যমে বোমা শনাক্ত করতে পারবে। এমনটাই আশা করছেন বিজ্ঞানীরা। মোটকথা, বিশেষ প্রজাতির সাধারণ ইঁদুরকে প্রশিক্ষণের মাধ্যমে করে তোলা হবে অসাধারণ।
বর্তমানে নিউরো টেকনোলোজির মাধ্যমে ইদুরগুলো নিয়ে কাজ করছে তিনটি দল। সাউথ ফেডারেল বিশ্ববিদ্যালয়ে চলা গবেষণায় গবেষকরা দাবি করছেন, প্রযুক্তির মাধ্যমে ইঁদুরগুলোকে এমনভাবে তৈরি করা সম্ভব হবে যেখানে তাদের ঘ্রাণশক্তি হবে খুবই প্রখর। এমনকি কুকুরের চেয়েও বেশি।
প্রধান গবেষক দিমিত্রি মেদভেদেভ বলেন, কুকুর তার আকারের কারণে সব জায়গায় যেতে পারে না। কিন্তু ইদুরের পক্ষে এটা খুবই সহজ। ইতিমধ্যে এই গবেষণায় কিছুটা সাফল্য পেয়েছে এঙ্গোলা, তানজানিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ডের মত দেশগুলো। তারা মাইন সনাক্ত করতে ইঁদুর ব্যবহার করছে।
তবে একটা ক্ষেত্রে সমস্যা আছে, তা হলো একটা ইঁদুরকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য তৈরি করতে অন্তত তিন মাস সময় লাগবে গবেষকদের। যেখানে একটি ইঁদুরের জীবনকাল মাত্র এক বছর। এজন্য সারা বছরই ইঁদুর প্রশিক্ষণ দিতে হবে তাদের। আর এটা সম্ভব হলে যুদ্ধক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে রাশিয়া।
সানবিডি/ঢাকা/রাআ