ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৩টি ব্রোকারজ হাউজকে ভবিষ্যতে সিকিউরিটিজ সংক্রান্ত আইন মনে চলতে সতর্কতাপত্র জারি করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব ব্রোকারেজ হাউজকে সতর্কতাপত্র জারি করা হয়েছে সেগুলো হলো : ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ডিএলআইসি সিকিউরিটিজ লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এএইচসি সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, গেটওয়ে ইক্যুইটি রিসোর্স লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড।
উল্লেখিত ব্রোকারেজ হাউজগুলোকে ভবিষ্যতে সিকিউরিটিজ সম্পর্কিত সমস্ত আইন মেনে চলার জন্য সতর্কতাপত্র জারি করেছে বিএসইসি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৩০/১৬/৩/২০২১