রাকিবুল ইসলাম রাফি:
রাজবাড়ীর ৫ টি উপজেলার ৪২ টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী দুই শতাধিক প্রার্থী। ইতিমধ্যে অনেকেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করা, অনুদান দেওয়া ও রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে নিজেকে প্রার্থী হিসেবে জাহির করছেন।
জেলার ৫টি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের লোকজনের সাথে কথা বলে জানাগেছে, উপজেলার ৪২ টি ইউনিয়নের মধ্যে বালিয়াকান্দির ১নং ইসলামপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আহম্মদ আলী মাষ্টার, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির আহম্মেদ মিনু। একই উপজেলার ২নং বহরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান, মহিলা আওয়ামীলীগ নেত্রী রোমানা কবির, মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ হারুন।
জেলার পাংশা উপজেলার ৮নং সরিষা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহার, সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়াও একই উপজেলার ৪নং বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ইমান আলী সরদার, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার সহ আরো বেশ কয়েকজন।
উদাহরণস্বরূপ তুলে ধরা এই ইউনিয়নগুলোর মতোই বাকি ইউনিয়নগুলোতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা ববর্তমান ও সাবেক নেতাকর্মীরা। এছাড়াও জেলার ৫টি উপজেলার মোট ৪২ টি ইউনিয়নে প্রায় দুই শতাধিক আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেতে নিজেদের সাধ্য মতো ধরনা দিচ্ছে কেন্দ্রে এবং সেই সাথে অংশ নিচ্ছে বিভিন্ন গণসংযোগ ও প্রচার প্রচারণায়।
এব্যাপারে প্রায় দুই ডজন প্রার্থীর সাথে কথা হলে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন এবং নৌকা প্রতীক নিয়ে সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেবেন বলে নিজ নিজ অবস্থান থেকে আশা ব্যক্ত করেন।