স্বর্ণ-রুপার দাম বাড়ছে ভারতে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৬ ১৪:০৪:৪৯

মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম বাড়তে শুরু করেছে ভারতের বাজারে।সোমবার দেশটির বাজারে রুপার দাম দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭৪ টাকা। এছাড়া প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ৫৭৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৩৪ টাকায়। অথচ গত সপ্তাহেও দেশটির স্থানীয় বাজারে দশমিক ৪১ শতাংশ কমেছিল স্বর্ণের দাম। খবর রয়টার্স।
মুম্বাইয়ের বাজারে ৩ শতাংশ জিএসটি বাদে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৯৩৭ টাকা, ২৪ ক্যারেট স্বর্ণের দাম জিএসটি বাদে ৫২ হাজার ৩৩৪ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জিএসটি বাদে ৩৯ হাজার ২৫০ টাকা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













