কোন ধরণের ঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
আজ মঙ্গলবার পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা।
সড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।
এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শীল বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
সানবিডি/এনজে