কারাগারে মির্জা আব্বাস

আপডেট: ২০১৬-০১-০৬ ২০:৫১:৩৭


Mirza-Abbas-Uddin-Ahmed (1)নাশকতার দুই মামলায় আত্মসমর্পণের পর বিএনপি নেতা মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকাল পাঁচটার দিকে ঢাকা মহানগর আদালতের হাজতখানা থেকে একটি নিল রঙের প্রিজন ভ্যানে করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এরআগে দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় আব্বাসের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর  আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু জানান, দুই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক মির্জা আব্বাস বুধবার সকালে আদালতে এসে আত্মসমর্পণ করেন। পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় আব্বাস জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।

গত বছরের শুরু থেকে বিএনপির আন্দোলনের মধ্যে কার্যত আত্মগোপনে ছিলেন বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস। এপ্রিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার পর এই দুই মামলায় আগাম জামিন চাইতে তিনি প্রকাশ্যে আসেন। গত মে মাসে হাই কোর্ট আব্বাসের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেও তিনি আত্মসমর্পণ করলেন সাত মাস পর।

এই মামলা দুটির একটি ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় দায়ের করা হয়। এতে বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ রয়েছে। আর গতবছর ৪ জানুয়ারি মতিঝিল থানার মামলাটি করা হয়েছে বিস্ফোরক আইনে।

এ ছাড়া মিরপুর থানার নাশকতার অন্য দুটি মামলায় গতবছর ৩০ অগাস্ট মির্জা আব্বাসসহ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। ওই দুই মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ