

গাজীপুরের কাশিমপুর পার্ট-২-এর কারাগারে বন্দী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এফএম রেডিওতে শুনেছেন তার ফাঁসি বহাল থাকার খবর। প্রথমে কিছুটা বিচলিত হলেও পরে স্বাভাবিক হয়ে যান তিনি।
তবে ফাঁসি বহাল থাকার খবর দাপ্তরিকভাবে এখনো তাকে জানানো হয়নি বলে কারা সূত্র জানিয়েছে।
কারাগার সূত্র জানায়, জামায়াতের এই শীর্ষ নেতা কাশিমপুর পার্ট-২-এর ৪০ নম্বর সেলে আছেন দীর্ঘদিন ধরে।
সেখানে প্রতিদিন বিটিভিতে খবর শোনেন তিনি। মাঝেমধ্যে এফএম ব্রান্ডের রেডিওতে তিনি খবর শুনে থাকেন। আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি নিজের সেলে বসে রেডিওতে ফাঁসি বহালের খবর শুনতে পান। এতে প্রথমে তার মনটা খারাপ হয়ে যায়। পরে তিনি নিজেকে স্বাভাবিক করে তোলেন।
কারাগারে নিয়মিত নামাজ-কালাম ও ধর্মীয় বইপত্র, কোরআন শরিফ ও পত্রপত্রিকা পড়ে সময় কাটান নিজামী।
কাশিমপুর পার্ট-২ এর জেলার নাসির আহমেদ বলেন, “আমরা এখনো অফিসিয়ালি তাকে ফাঁসি বহালের খবর শুনাইনি। তবে তিনি রেডিওর মাধ্যমে খবর শুনেছেন। আদালতের আদেশ পেলে আমরা তাকে আনুষ্ঠানিকভাবে জানাব।”
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড দেন ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে শুনানি শেষে আজ ফাঁসির দণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে প্রমাণিত আটটি অভিযোগের মধ্যে চারটি অভিযোগে নিজামীর ফাঁসির রায় দেন ট্রাইব্যুনাল। ওই চারটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
সানবিডি/ঢাকা/রাআ