মহামারি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের শহুরে যুবক এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাধ্য হয়ে দেশে ফেরত আসা শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বাংলাদেশকে ১ হাজার ৭০০ কোটি টাকা (২০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।
আজ বুধবার (১৭ মার্চ) বিশ্ব ব্যাংকের সদর দফতর এ ঋণ অনুমোদন দিয়েছে।
এ ব্যাপারে বিশ্ব ব্যাংক বলছে, রিকোভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হচ্ছে। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে বাংলাদেশকে ঋণ শোধ করতে হবে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, কাউন্সেলিং, ক্ষুদ্রঋণ প্রদানসহ নানা উপায়ে আত্মকর্মসংস্থান তৈরিতে ১ লাখ ৭৫ হাজার দরিদ্র শহুরে যুবককে সহযোগিতা করা হবে। পাশাপাশি করোনার শিকার হয়ে ২০২০ সালের জানুয়ারির পর দেশে ফেরা ২ লাখ প্রবাসীকে দেশীয় বাজারে কর্মসংস্থান তৈরিতে কিংবা পুনরায় বিদেশে শ্রমিক হিসেবে ফিরে যেতে কাউন্সেলিং, অনুদানসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সানবিডি/এনজে