ঢাকাসহ দেশের সব সেনানিবাসে একযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
আজ বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ১০১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানসূচির সূচনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর’র এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় আন্তঃবাহিনী অনার গার্ড দেয়া হয়। দিনটি উপলক্ষে সেনাবাহিনীর সর্বস্তরের সামরিক এবং অসামরিক সদস্যদের অংশগ্রহণে সব সেনানিবাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানবিডি/এনজে