চলছে জামায়াতের হরতাল
প্রকাশ: ২০১৬-০১-০৭ ১০:২৭:৪৩

মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে রাজধানীতে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর অভ্যন্তরীণ সব রুটে অন্যান্য দিনের মতোই যান চলাচল করছে। সকাল থেকেই পর্যাপ্ত গণপরিবহন রাস্তায় চলাচল করতে দেখা গেছে। অফিসগামীদের বাসে, সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের কর্মস্থলে যেতে দেখা গেছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা তুলনামূলকভাবে বেশি চলছে। তবে রাস্তায় প্রাইভেট গাড়ির সংখ্যা ছিল অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
ভোর থেকেই দেখা গেছে, রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারো কাছে কোনো ব্যাগ থাকলে তা তল্লাশি করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













