যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবন নেভাল অবজারভেটরির বাইরে থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন সিক্রেট সার্ভিস স্থানীয় সময় বুধবার টেক্সাসের ওই বাসিন্দাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ আইনে মামলা করা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, ৩১ বছর বয়সী ওই ব্যক্তির নাম পল ম্যারি। তার গাড়ি থেকে একটি ‘এআর-১৫ আধা-স্বয়ংক্রিয় বন্দুক ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
বিপজ্জনক অস্ত্রবহন, নিজের কাজের বাইরে বন্দুক ও শটগান বহন এবং গোলাবারুদ বহন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
সিক্রিট সার্ভিস জানায়, ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে।