সাময়িকভাবে অ্যালুমিনিয়ামের উত্তোলন কমানোর নির্দেশ দিয়েছে চীন।এর ফলে সরবরাহ নিয়ে উৎকন্ঠা তৈরি হয়েছে।যে কারণে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। বর্তমানে পণ্যটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে সাড়ে নয় বছরের মধ্যে সর্বোচ্চে। খবর রয়টার্স।
বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্থানীয় চাহিদা পূরণের তাগিদে চীনের ইনার মঙ্গোলিয়ার শহর বাওতুর কিছু কিছু জায়গায় উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বার্ষিক উৎপাদন এক লাখ টন কমবে বলে মনে করছেন সিআরইউর বিশ্লেষক ওয়ান লিং।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে বর্তমানে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি কেনা-বেচা হচ্ছে এপ্রিলে সরবরাহ চুক্তির আওতায়। এ চুক্তিতে বর্তমান শিল্প ধাতুটির দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ৭৬৬ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। অবশ্য এরপর দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে টনপ্রতি হয়েছে ১৭ হাজার ৬৩০ ডলার। লন্ডন মেটাল এক্সচেঞ্জেও (এলএমই) পণ্যটির দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার।
সানবিডি/এনজে